ভ্রাম্যমান প্রশিক্ষণে উপসচিব মহোদয়ের মূল্যবান পরামর্শঃ
অদ্য ২৭/০২/২০২১ খ্রিঃ তারিখ জেলা সমবায় কার্যালয়, যশোর এর সার্বিক সহযোগিতায় উপজেলা সমবায় কার্যালয় ঝিকরগাছা, যশোর কর্তৃক ০১ (এক) দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় উপসচিব জনাব সিদ্ধার্থ শংকর কুণ্ডু মহোদয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার জনাব এস.এম মঞ্জুরুল হক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যশোর এর উপপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব বি.এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার জনাব মাসুদ হোসেন পলাশ। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৫ টি সমবায় সমিতির মোট ২৫ জন সদস্য অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে সমবায়ীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বিশেষ করে সমবায়ের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি, সমবায় সমিতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সমবায় সমিতির মাধ্যমে নিজস্ব মূলধন সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক কার্যক্রম জোরদার করার জন্য পরামর্শ দেন। তাছাড়া সমবায় সমিতি গুলির আর্থিক স্বক্ষমতা বৃদ্ধির জন্য উপজেলার পরিষদ হতে বিভিন্ন আয় বর্ধন মূলক প্রশিক্ষণ ও সেলাই মেশিন এর মত সামগ্রী সরবরাহ করে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে পরামর্শ দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS